Site icon Jamuna Television

কর গরমিলের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে রায় হাইকোর্টের

গ্রামীণ কল্যাণের কর গরমিলের এক মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে রায় দিলেন হাইকোর্ট। দাবি করা অর্থ আগেই পরিশোধ করায় এমন রায় আদালতের।

বুধবার (১৬ আগস্ট) বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়ে মামলার কার্যকারিতা শেষ করেন। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ করবর্ষের মামলা এটি। ড. ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১০০ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

এর আগে, নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদের ব্যক্তিগত এবং তার প্রতিষ্ঠিত নয়টি প্রতিষ্ঠানের কর-সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছিল দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দফতরকে মৌখিক নির্দেশনাও দেয়া হয়েছিল।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারের পাওনা অর্থের মধ্যে একটি হলো গ্রামীণ কল্যাণে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ কোটি টাকা। গ্রামীণ কল্যাণের আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনা ২১৫ কোটি টাকা।

এটিএম/

Exit mobile version