Site icon Jamuna Television

নসিমন চালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

বাগেরহাটে নসিমন চালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

মামলায় বলা হয়েছে, ২০১৩ সালে সদরের হাকিমপুর গ্রামের নসিমন চালক মামুন মোল্লাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় আসামিরা। এরপর তাকে হত্যা করে লাশ ফেলে নসিমন নিয়ে পালিয়ে যায় তারা।

তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় দিলেন।

Exit mobile version