Site icon Jamuna Television

আর্জেন্টিনায় চলন্ত বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে চলন্ত বাসে হুট করেই আগুন ধরেছে। জানালা থেকে লাফিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। বুধবার (১৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। হাইওয়েতে পুলিশের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে পুরো দৃশ্য। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বাসটির পেছনের দিকে আগুন ধরে যায়। জরুরি ভিত্তিতে বাসটি পার্ক করা হয় রাস্তার পাশে। যাত্রীরা যে যেভাবে পারে হুড়োহুড়ি করে নেমে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যায় পুরো বাসে। রাস্তায় ফুয়েল গড়িয়ে পড়ায় আগুন ছড়ায় আশপাশেও।

এ সময় পুরো লেনজুড়ে আগুনের ফুলকির মধ্য দিয়ে পেরিয়ে যায় কয়েকটি গাড়ি। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে ‘ইলেকট্রিক্যাল মেকানিক্যাল’ ত্রুটির কথা উল্লেখ করা হয়।

/এমএন

Exit mobile version