Site icon Jamuna Television

বেলারুশের সাথে সীমান্ত বন্ধের ঘোষণা লিথুয়ানিয়ার

বেলারুশের সাথে সীমান্ত বন্ধের ঘোষণা দিলো লিথুয়ানিয়া। বুধবার (১৬ আগস্ট) দেশটির পার্লামেন্টে আলোচনার পর আসে এ সিদ্ধান্ত। খবর রয়টার্সের।

দেশটির মন্ত্রিসভার বৈঠকে জানানো হয় ছয়টি প্রবেশদ্বারের মধ্যে বন্ধ করা হবে দুইটি। ভূরাজনৈতিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান লিথুয়ানিয়ার মন্ত্রীরা। তাদের দাবি, বেলারুশে ওয়াগনার সদস্যদের উপস্থিতির কারণে আগ্রাসনের শঙ্কা বেড়েছে।

শুক্রবার থেকে কার্যকর হবে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত। লিথুয়ানিয়া-বেলারুশের এই দুই রুটে বাণিজ্যিক যানবাহন চলাচল করে না। এর আগে, পোল্যান্ডও একটি পয়েন্ট ছাড়া বেলারুশের সাথে সবগুলো প্রবেশদ্বার বন্ধ করে দেয়। সীমান্তে আরও ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণাও দেয় দেশটি।

/এমএন

Exit mobile version