Site icon Jamuna Television

সর্বজনীন পেনশন স্কিম চালু: ‘দূর করবে সমাজের বৈষম্য’

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পেনশন স্কিমের উদ্বোধন করেন তিনি।

ছয়টি স্কিমের মাঝে প্রাথমিকভাবে চারটি স্কিম দিয়ে যাত্রা শুরু করলো সরকারি এই উদ্যোগ। এ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের এমন উদ্যোগের ফলে সমাজের বৈষম্য দূর হবে। সমাজে আর কেউ বোঝা হয়ে থাকবে না।

সরকারি চাকরির বাইরে যারা আছেন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই সরকারের এই প্রকল্প বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা। বললেন, আওয়ামী লীগ সরকার অঙ্গীকার করলে তা রক্ষা করে। সর্বজনীন পেনশন স্কিম চালুর মাধ্যমে তা আবারও প্রমাণ হয়েছে।

/এমএন

Exit mobile version