Site icon Jamuna Television

দাবানলে জ্বলছে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল দাবানলে জ্বলছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরের মধ্যে ইয়েলো-নাইফ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। খবর এপির।

আঞ্চলিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ২০ হাজার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করতে জরুরি সব পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ, এখনও শহরটিতে পৌঁছায়নি আগুনের লেলিহান শিখা। খোলা রয়েছে সড়কপথ, বিমানেও অনেকে পাড়ি দিতে পারেন অন্য শহরে।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে আকাশপথে বাসিন্দাদের সরানোর কার্যক্রম। ফায়ার ব্রিগেড জানিয়েছে, ইয়েলো নাইফের ১৭ কিলোমিটার দূরেই জ্বলছে এক লাখ ৬৩ হাজার হেক্টর বনভূমি।

চলতি মৌসুমে কানাডার এক হাজার এলাকায় দাবানল ছড়িয়েছে। যার মাঝে উত্তর-পশ্চিমাঞ্চলেই ২৩০টি জায়গায় আগুন সক্রিয়।

/এমএন

Exit mobile version