Site icon Jamuna Television

নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭ সেনা সদস্য নিহত

নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারালেন ১৭ সেনা সদস্য। মালি সীমান্তে চালানো ওই আক্রমণে আরও ২০ জন গুরুতর আহত। খবর টিভিসি নিউজের।

বুধবার (১৭ আগস্ট) এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে রাজধানীতে নেয়া হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় চিকিৎসা।

দেশটির সামরিক বাহিনীর বিবৃতি অনুসারে, বনি ও তোরোদি এলাকায় সন্ত্রাসবাদ দমনে অভিযান চালায় সেনাবহর। এ সময় সশস্ত্র গোষ্ঠীর প্রায় ১০০ সদস্য হতাহত হয়েছে, এমনটাও জানিয়েছে নাইজার সেনাবাহিনী। গেলো এক দশক ধরে আফ্রিকার দেশগুলোয় প্রভাব বিস্তার করে রেখেছে আল-কায়েদা, আইএস ও বোকো হারামের মতো জঙ্গি সংগঠন।

/এমএন

Exit mobile version