Site icon Jamuna Television

হাওয়াই দ্বীপপুঞ্জে দাবানল: প্রাণহানি বেড়ে ১১০

ক্ষতিগ্রস্ত হাওয়াই দ্বীপপুঞ্জ। দাবানলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ছবি: রয়টার্স

হাওয়াই দ্বীপপুঞ্জে ভয়াবহ দাবানলের এক সপ্তাহ পর নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা শুরু করেছে প্রশাসন। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এখনও নিখোঁজ হাজারের মতো মানুষ। খবর রয়টার্সের।

গভর্নর জশ গ্রিনের আশঙ্কা, আগামী ১০ দিনে দ্বিগুণ হতে পারে মৃতের সংখ্যা। কারণ, ভস্মীভূত লাহাইনা শহরে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এরইমধ্যে ৩৫ ভাগ এলাকায় শেষ হয়েছে অনুসন্ধান।নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ নমুনা দেয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই কাজ করছেন ৩৫ সদস্যের একটি দল। এরই মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে দেহাবশেষ।

পুলিশ এবং ফায়ার ব্রিগেড জানিয়েছে, উদ্ধার করা হয়েছে ১১০ জনের মরদেহ। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে বহু এলাকার। ক্ষতিগ্রস্ত ৩৮ শতাংশ এলাকায় জরিপ শেষ হয়েছে। কোন দ্বীপবাসী যেনো ভিটেমাটি না হারায়, সেটাই এ কাজের উদ্দেশ্য। এখানে আইনি চ্যালেঞ্জ থাকলেও সম-অধিকারে বিশ্বাসী প্রশাসন।

/এএম

Exit mobile version