Site icon Jamuna Television

ওয়াগনারের তরফ থেকে ন্যাটোর প্রতি স্পষ্ট হুমকি নেই: যুক্তরাষ্ট্র

রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগানার গ্রুপের তরফ থেকে সামরিক জোট ন্যাটোর প্রতি স্পষ্ট কোনো হুমকি নেই, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। বেলারুশের অবস্থান থেকে কোনো উসকানিমূলক আচরণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। খবর রয়টার্সের।

জন কিরবি বলেন, বেলারুশে কী হচ্ছে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূর্বাঞ্চলে ন্যাটো বহরের সাথেও নিয়মিত যোগাযোগ করছি। ওয়াগনার সদস্যদের একটি অংশ বেলারুশে, আরেকটি অংশ আফ্রিকায়। ইউক্রনেও হয়তো কেউ কেউ আছে। উদ্বেগের বিষটি বুঝতে পারছি। তারা কী ধরনের আঞ্চলিক হুমকি তৈরি করতে পারে নিশ্চিত নয়। গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি।

/এমএন

Exit mobile version