Site icon Jamuna Television

সহিংসতায় উত্তাল লিবিয়া: ৩ দিনের সংঘাতে নিহত বেড়ে ২৭

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭ জন। তিনদিনের সংঘাতে আহত শতাধিক। খবর এপির।

বুধবার (১৬ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে দেশটির জরুরি ওষুধ ও সহযোগিতা কেন্দ্র। সংঘাতপূর্ণ এলাকাগুলোয় তারা চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের কয়েকটি দল পাঠিয়েছে।

অবশ্য, নিহতদের কতজন বেসামরিক লিবীয়, সেটি নিশ্চিত হওয়া যায়নি। সংঘাতপূর্ণ এলাকাগুলোয় অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা না দেয়ার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার, ত্রিপোলির দুইটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার বিবাদ থেকে রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত। সহিংসতা ছড়াচ্ছে প্রতিবেশী শহর মিসরাতায়। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর থেকেই দেশটিতে আসেনি রাজনৈতিক স্থিতিশীলতা।

/এমএন

Exit mobile version