Site icon Jamuna Television

তামিমকে সহজাত খেলাটা ধরে রাখতে বলেছেন হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

বরাবরের মতো বৃহস্পতিবারও (১৭ আগস্ট) ছিলো বাংলাদেশ দলের ক্লোজডোর অনুশীলন। টাইগারদের সেশনের শুরুর ১৫ মিনিট গণমাধ্যম সুযোগ পেয়েছে অনুশীলনের ফুটেজ নিতে। যার পুরোটার কেন্দ্রে ছিলো প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম। জাতীয় দলের প্রথমবার ডাক পেয়েই কোচ চান্দিকা হাথুরুসিংহের কাছ থেকে ইচ্ছে মতো খেলার স্বাধীনতা পাওয়ার কথা নিশ্চিত করেছেন লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি ব্যাটার।

জাতীয় দলে ডাক পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিদ তামিম। আন্তর্জাতিক ক্রিকেটেও তামিম জুনিয়র সহজাত খেলাটা খেলতে পারবেন কি না, এ আলোচনাটাও আছে। তামিম অবশ্য বরাবরই ইতিবাচক। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেও তামিমকে সেই সহজাত খেলাটা ধরে রাখতে বলছেন।

তানজিদ তামিম বলেন, জাতীয় দলে আসার পর কোচ বলছেন, তুমি এতো দিন যেভাবে খেলে এসেছ, তোমার সহজাত খেলা যেটা, সেটাই খেলবে। উনি বলছেন যে তোমার যদি নিজের কোনো সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে। উনি সব সময় একটু প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ, তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। এদিক থেকে বলবো ভালো।

সবশেষ ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচে তিন ফিফটি, তানজিদ তামিম ব্যাটিং করেছেন ১১৭ স্ট্রাইক রেটে, যা কি না রানের তালিকায় সেরা ২৭ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও গত ডিপিএলে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ১১ ইনিংসে করেছিলেন ৪৭৪ রান। তাইতো এশিয়া কাপে তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে তরুণ এই বাঁহাতি ব্যাটারের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

/আরআইএম

Exit mobile version