Site icon Jamuna Television

টমেটোর আকাশছোঁয়া দাম, রেসিপি থেকে বাদ দিলো বার্গার কিং ইন্ডিয়া

ভারতে এখন টমেটোর আকাশচুম্বী দাম। সবজিটির লাগামহীন দামের কারণে এবার এটিকে মূল রেসিপি থেকেই বাদ দিয়ে দিয়েছে বার্গার কিং ইন্ডিয়া। খবর বিবিসির।

এ নিয়ে বিশ্বখ্যাত ফাস্টফুড বার্গার কিংয়ের এই শাখার পক্ষ থেকে জানানো হয়, টমেটোর গুণমান এবং সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই বাধ্য হয়েই খাদ্যতালিকা থেকে এটিকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বার্গার কিং ইন্ডিয়া তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিশেষ একটি বিভাগ চালু করেছে। যার স্লোগান হলো, ‘কেনো আমার বার্গারে টমেটো নেই?’ শুধু বার্গারে নয়, এই প্রতিষ্ঠানের স্যান্ডউইচে যে পনির দেয়া হতো, সেটাও তালিকা থেকে বাদ গেছে। এর আগে, ম্যাকডোনাল্ড এবং সাবওয়ে একই সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ভারতে গত কয়েক মাস ধরেই টমেটোর দাম বেড়েছে। কৃষি মন্ত্রণালয়ের দাবি, বৈরি আবহাওয়ার কারণে উৎপাদন কম। তাই দামও বেড়েছে। আর এরই প্রভাবে টমেটো দেয়া বন্ধ করে দিয়েছে বার্গার কিং ইন্ডিয়া।

এসজেড/

Exit mobile version