Site icon Jamuna Television

শখের বশে আইফেল টাওয়ার থেকে লাফ, গ্রেফতার যুবক

আইফেল টাওয়ার থেকে লাফ দেয়ায় ফ্রান্সে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ওই যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সকালে প্যারিসের ঐতিহ্যবাহী নিদর্শন আইফেল টাওয়ারে এ ‌ঘটনা ঘটে।

জানা গেছে, এ দিন সকালে অন্যান্য পর্যটকদের সাথেই কাঁধে একটি ব্যাগ নিয়ে টাওয়ার এলাকায় প্রবেশ করে ওই যুবক। তার ব্যাগে ছিল প্যারাসুট। কিন্তু এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা বিষয়টি বুঝতে পারলে তাকে ধাওয়া করে। তবে আটকের আগেই টাওয়ারের চূড়ায় উঠে লাফ দেন তিনি। পরে প্যারাসুটের মাধ্যমে মাটিতে নেমে আসার সাথে সাথেই ওই যুবককে গ্রেফতার করা হয়।

এ নিয়ে প্যারিস পুলিশ জানায়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড টাওয়ারের ওপর ও নিচে কর্মরত কর্মী ও পর্যটকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাকে সাথে সাথেই গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়া হয়। এতে সাথে সাথেই খালি করে ফেলা হয় গোটা এলাকা। অবশ্য পরে পুলিশ জানায়, এটি ছিল ভুয়া হুমকি। তার আগে গত সোমবার টাওয়ারের চূড়ায় মদ্যপ দুই মার্কিন নাগরিককে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। তারা আগের রাতে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সেখানে ঘুমিয়ে গিয়েছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version