Site icon Jamuna Television

হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পৌর কর পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগ, বারবার তাগাদা দেয়া ও তলব সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।

বুধবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর এ আদেশ দেন।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ২০১০-১১ অর্থবছরের ২য় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি পর্যন্ত মোট ৪৩ লক্ষ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় এ আদেশ দেন আদালত।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও আদেশে আদালত আগামী ৩০ অগাস্ট তারিখে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানির দিন ধার্য করেছে।

এটিএম/

Exit mobile version