যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ‘এফ-সিক্সটিন’ ফাইটার জেট পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে যাবে দেশটিতে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশগুলোকে এ বিষয়ক চিঠি পাঠান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সেখানে বলা হয়, পাইলটের প্রশিক্ষণ শেষ হলেই কিয়েভকে দেয়া হবে ফাইটার জেট সহযোগিতা। সেক্ষেত্রে শীতের আগে সেটি সম্ভব নয়, এমনটাই জানানো হয়েছে।
জুন মাস থেকে ইউক্রেনের বৈমানিকদের অত্যাধুনিক এই ফাইটার জেট পরিচালনার ট্রেইনিং দিচ্ছে ইউরোপের ১১টি দেশ। তাদের দাবি, ২০২৪ সালের মার্চের আগে পাইলটরা বিমানটি পুরোপুরি আয়ত্তে আনতে পারবেন না। ঐ কর্মশালায় যোগ দিয়েছেন ২৮ ইউক্রেনীয় বৈমানিক।
/এএম

