Site icon Jamuna Television

নাটোরে চালকের গলায় চাকু চালিয়ে অটোভ্যান ছিনতাই

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে আবু তালেব (৪৫) নামে এক অটোভ্যান চালকের গলায় চাকু দিয়ে আঘাত করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশঝাড় শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশংঙ্খাজনক অবস্থায় আহত ভ্যানচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে যাত্রীবেশে চারজন ছিনতাইকারী আবু তালেবের অটোভ্যানে উঠে। পথে বাঁশঝাড় শাহপাড়া এলাকায় নির্জন স্থানে যাত্রীবেশী দুর্বৃত্তরা আবু তালেবের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে অটোভ্যানটি নিয়ে চলে যায়। পরে আবু তালেবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবু তালেবের অবস্থা আশংঙ্খাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version