Site icon Jamuna Television

একদিনের ব্যবধানে মস্কোয় আবারও ড্রোন হামলার চেষ্টা

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

মাত্র একদিনের ব্যবধানে রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (১৮ আগস্ট) ভোরের দিকে ক্রেমলিনের মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয় বলে জানা গেছে। খবর আলজাজিরার।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করে। ধ্বংসাবশেষের আঘাতে ভবনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি। অবশ্য, প্রত্যক্ষদর্শীরা একে আখ্যা দিয়েছে ভয়াবহ বিস্ফোরণ বলে ।

এদিকে, এ ড্রোন হামলাচেষ্টার জেরে মস্কো বিমানবন্দরে সাময়িকভাবে স্থগিত করা হয় বিমান চলাচল। তবে হামলার অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেনি কিয়েভ।

/এসএইচ

Exit mobile version