Site icon Jamuna Television

আসন বিন্যাসের জটিলতায় জাতীয় নির্বাচন পেছাচ্ছে পাকিস্তানে

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

আসন বিন্যাস জটিলতায় জাতীয় নির্বাচনের সময়সীমা পেছাচ্ছে পাকিস্তান। দেশটিতে জনশুমারির ভিত্তিতে নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাস করার বাধ্যবাধকতা রয়েছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠুভাবে আসন বিন্যাসের জন্য অন্তত ৪ মাস সময় প্রয়োজন। সে হিসেব অনুযায়ী আসন্ন ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হবে আসন বিন্যাসের কাজ। ফলে আগামী বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে নির্বাচন।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল হক কাকার। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পাকিস্তানে সরকার গঠনের তিনমাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

/এসএইচ

Exit mobile version