Site icon Jamuna Television

আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে: আন্দালিব রহমান পার্থ

ছবি: বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বর্তমান সরকার জনগণের ওপর চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দাবি, নির্ভরযোগ্য সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর ফকিরাপুল অফিস থেকে মিছিল শুরু করে বিজেপি। দৈনিক বাংলা মোড় হয়ে আবার ফকিরাপুরে ফিরে আসে মিছিলটি।

এ সময় পার্থ বলেন, এই সরকার বেশিদিন থাকবে না। আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে রয়েছে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, শত কোটি টাকা বিদেশে পাচার করলেও কারো কোনো সাজা নেই। সাজা দেয়া হচ্ছে খালেদা জিয়া, তারেক রহমানকে। ক্ষমতার মোহে সরকার এখন গণবিছিন্ন হয়ে গেছে। মানুষ বাজারে মানুষ মাছ মাংস কিনতে পারে না।

তিনি বলেন, এস আলম গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু মাত্র ২৫ হাজার টাকার জন্য একজন কৃষককে জেল খাটতে হয়। বিএনপির যেকোনো কর্মসূচির সাথে তার দল থাকবে বলেও জানান আন্দালিব রহমান পার্থ।

এটিএম/

Exit mobile version