সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাকে বিএনপি ও সুশীল সমাজ সাধুবাদ জানাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৮ আগস্ট) চট্টগ্রামের কদমতলীতে সিটি করপোরেশন- রেড ক্রিসেন্ট ফিজিও অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সরকার যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে বিশ্ব সম্প্রদায়ও প্রশংসা করছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গৃহহীনদের ঘর দেয়াসহ সব মানবিক কাজ করে যাচ্ছে সরকার।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সর্বজনীন পেনশন ভাতাকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বিরোধী দলসহ অন্যান্য দলগুলো। এমনকি, নাগরিক সমাজের সদস্য যারা কারণে অকারণে জাতিকে জ্ঞান দেন, আবার রাত বারোটার পর টেলিভিশনের পর্দা গরম করেন তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ব্যর্থ হয়েছেন।
/এম ই

