Site icon Jamuna Television

পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরই তাইওয়ানের সামরিক মহড়া

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরই বিশাল পরিসরে সামরিক মহড়া করলো তাইওয়ান। শুক্রবার (১৮ আগস্ট) নজরকাড়া ওই মহড়ার ভিডিও প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ভিডিওতে দেখা যায়, স্থল, নৌ ও আকাশপথে চোখ ধাঁধানো অনুশীলন করছে সেনারা। ভারী ট্যাংক, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমান নিয়ে প্রদর্শন করে নিজেদের শক্তিমত্তা, ঝালিয়ে নেয় রণকৌশল। সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে সেনারা বদ্ধপরিকর- দাবি তাইপে’র।

মূলত, চীনকে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিতেই এ মহড়া করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাইওয়ানের এ মহড়ার প্রেক্ষতে এখনও কোনো সামরিক তৎপরতা প্রদর্শন করেনি শি জিনপিং প্রশাসন।

এটিএম/

Exit mobile version