Site icon Jamuna Television

ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, তাই এতো ভয়: আমু

ছবি: ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু

জনসমর্থন থাকলে নির্বাচনে এসে প্রমাণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বলেন, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, তাই তাদের এতো ভয়।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৪ দলের স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে।

তিনি বলেন, দেশের উন্নতিতে অনেকে ঈর্ষান্বিত। স্বাধীনতা বিরোধী শক্তি সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না জেনেই তারা সরকারের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এটিএম/

Exit mobile version