Site icon Jamuna Television

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ার থেকে নারীকে নামালো ফায়ার সার্ভিস

রাজধানীর হাতিরঝিলের ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছিলেন এক নারী। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিচে নামিয়ে আনেন। 

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আখতার গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যাখানেক পর ওই নারীকে নামিয়ে আনে। জানা যায়, সেই নারী মানসিক ভারসাম্যহীন। পরে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

এলাকাবাসী জানান, বাড়ির ছাদ থেকে তারা এক নারীকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বসে হাত নাড়তে দেখেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিকেল ৩টার দিকে অনেকে ওই নারীকে ঝিলে মাছ ধরতে দেখেছেন। সেখান থেকে সাঁতরে গিয়ে তিনি টাওয়ারে ওঠে পড়েন বলে ধারণা তাদের।

/এম ই

Exit mobile version