Site icon Jamuna Television

হাজার বছর জেলে থাকতে রাজি: ইমরান খান

দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (১৮ আগস্ট) দেশটির আত্তক জেলখানায় গিয়েছিলেন ইমরানের আইনজীবী। সেখানে তার সাথে দেখা করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইমরানের আইনজীবী জানান, পিটিআই চেয়ারম্যান ভালো আছেন। দেশের জন্য তিনি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার দাঁড়ি বড় হয়ে যাওয়ায় তাকে রেজার ও একটি আয়না দেয়া হয়েছে।

২০২২ সালের এপ্রিলে, অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় ইমরান খানকে। এরপর তোশাখানা মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় এক লক্ষ রুপি জরিমানা ও আগামী ৫ বছর রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষিদ্ধ করা হয়েছে তাকে।

এটিএম/

Exit mobile version