Site icon Jamuna Television

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য থেকে পূর্বের কুইবেক রাজ্য পর্যন্ত। খবর আলজাজিরার।

জানা গেছে, এই মুহূর্তে পুরো কানাডাজুড়ে সক্রিয় রয়েছে ১ হাজারের বেশি দাবানল। যার মধ্যে অর্ধেকেরও বেশি চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাতারাতি ছয়গুণ বেড়েছে আগুনের ভয়াবহতা। নিয়ন্ত্রণহীনভাবে আগুন ছড়িয়ে পড়ায় অতি জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২০ হাজার কর্মী। ওয়াটার বম্ব হেলিকপ্টার, জল কামান, বুলডোজারসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। শুষ্ক বাতাসের সুবাদে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।

/এসএইচ

Exit mobile version