Site icon Jamuna Television

‘শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দেখতে পারা হবে চমৎকার’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির প্রেক্ষিতে এই সরকারের ধারাবাহিকতা দেখতে পারাটা চমৎকার হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান এন্ড্রু গারবারিনো।

শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন রিপাবলিকান কংগ্রেসম্যান এন্ড্রু গারবারিনো। তিনি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ যে কৃতিত্ব দেখিয়েছে তা অনুকরণীয়। আর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে তার জন্য প্রয়োজন শক্তিশালী গণতন্ত্র বজায় রাখা।

এই মতবিনিময় সভায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমেরিকার বর্তমান সরকারের নীতির বিষয়ে খোঁজ নেয়ার কথাও জানান তিনি। আলোচনায় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন এন্ড্রু গারবারিনো। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এই ধারা বজায় রাখতে হবে।

/এম ই

Exit mobile version