Site icon Jamuna Television

বিশ্বকাপ দলের ‘ব্যাকআপ’ হিসেবে ৮ ক্রিকেটারকে প্রস্তুত রাখতে চায় নির্বাচকরা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপ স্কোয়াড, বিসিবির সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। প্রথমত তামিম ইকবালের ইনজুরি। সেই সাথে ব্যাকআপ ওপেনার আর সাত নম্বরে কেউ জায়গা পাকা করতে না পারায়, এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থেকে ৮ ক্রিকেটারকে বিশ্বকাপ দলের ব্যাকআপ হিসেবে প্রস্তুত রাখতে চায় নির্বাচকরা। নাম চূড়ান্ত নয় তবে ৩২ সদস্যের পুল থেকেই বাছাই করা হবে তাদের, বলছেন বংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

শনিবার (১৯ আগস্ট) মিরপুরে ‘বিশেষ ক্যাম্পের’ বিষয়ে জানতে চাওয়া হলে হাবিবুল বাশার সুমন বলেন, এশিয়া কাপে আমাদের বড় একটা দল (১৭ জন) যাচ্ছে। বিশ্বকাপের জন্য আমাদের হাতে এখনো দু’মাস সময় আছে। এই দুই মাসে অনেকই ইনজুরি কনসান হতে পারে, তো সব কিছু মাথায় রেখেই আমাদের এ চিন্তা।

তিনি বলেন, ৩১/৩২ জনের পুল তো আমাদের করাই আছে। তো সবাই যেন প্র্যাকটিসে থাকে, যখন দরকার হয়, অপ্রত্যাশিতভাবে যদি কেউ ইনজুরিতে পড়ে, যেটা হতেই পারে, তাহলে যেন সবাইকে পাওয়া যায়। যেহেতু এখন আমাদের আর কোনো ক্রিকেট নেই, ঘরোয়া ক্রিকেট খেলা হচ্ছে না। এ সময়ের মধ্যে সবাইকে প্রস্তুতির মধ্যে রাখাটা গুরুত্বপূর্ণ, সেটাই চেষ্টা করা হচ্ছে।

ফিট থাকলে বিশ্বকাপ দলে নিশ্চিতভাবে যুক্ত হবেন তামিম ইকবাল। ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর নিয়ম মেনে রিহ্যাব করছেন তামিম ইকবাল। এতদিন কেবল ওজন নিয়ে হাঁটা আর জিম করলেও দ্রুতই ব্যাটিং শুরু করার কথা আছে দেশের সবচেয়ে সফল এই ব্যাটারের। নির্বাচক বাশারও খুবই খুশি তামিমের উন্নতিতে।

তিনি বলেন, সে অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয়, সময়ের আগেই ফিরে আসবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, নিউজিল্যান্ড সিরিজেই হয়তো ওকে (তামিম) আমরা পাবো। কারণ, বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফর্ম্যান্স আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে নিজেকে সময় দিচ্ছেন আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসবে।

হাবিবুল বাশার আরও যোগ করে বলেন, দেখুন ওয়ার্ল্ড কাপ অক্টোবর মাসে। তার আগে কিন্তু বেশ যথেষ্ট সময় পাচ্ছেন এবং নিউজিল্যান্ড আসার আগে আমি আশাবাদী ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা ছোটখাটো চোট থাকবে, সেটা তামিম ভালো জানেন। তার ব্যাপারে তিনিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যা বলছিলাম, সুস্থ তামিমকে, ফিট তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরমেন্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপের ভালো করার ক্ষেত্রে।

তামিমের অনুপস্থিতি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লিটন দাসের অফফর্মে এশিয়া কাপের আগে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে। তানজিদ হাসান তামিম অপরীক্ষিত। নাঈম ব্যর্থ হয়েছেন আফগানিস্তান সিরিজে। টাইগার ভক্তদের মতোই কি ওপেনিং পেয়ার ভাবাচ্ছে নির্বাচকদের? লিটনের অফ ফর্ম কি বেশ ভোগাবে?

এই প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, লিটন দাস ক্লাস ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। এই অফ ফর্মটা, আমি নিশ্চিত ও সময়মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না, অনেক ভালো ফর্মে থাকতে থাকতে… ক্রিকেটারদের তো খারাপ সময় আসে। আমি মনে করি, ওর এখন খারাপ সময় চলছে। সামনে ঠিক হয়ে যাবে।

তিনি আরও যোগ করে বলেন, নাঈম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছে। হয়তো ফিরে এসেছে অনেক দিন পরে। যখন একজন ক্রিকেটার অনেক দিন পর ফিরে আসে, তাকে একটু সময় দেয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে সন্দেহ নেই। সবাই স্কিলসমৃদ্ধ ক্রিকেটার। আমি বিশ্বাস করি, বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি।

এদিকে এশিয়ান গেমসের জন্য দল চুড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা। সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমসে বাংলাদেশের যে দলটা পাঠানো হবে, সে দলটা সাজানো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। এশিয়ান গেমসে খেলাটা টি-টোয়েন্টি সংস্করণে হবে বলেই নির্বাচকদের এই ভাবনা।

/আরআইএম

Exit mobile version