রীতি অনুযায়ী ৩ মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৮ টি দানবক্স। এবার রেকর্ড ২৩ বস্তা টাকা ও স্বর্ণালঙ্কার মিলেছে। চলছে গণনা। প্রচলিত আছে, এই মসজিদে মানত করলে পূর্ণ হয় মনের আশা। সেই বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পাগলা মসজিদে দান করেন।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে দানবক্স খোলা হয়। গণনায় অংশ নিয়েছে প্রায় ২০০ জনের একটি দল। তাদের মধ্যে রয়েছে মাদরাসার ১১২ শিক্ষার্থী, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য।
এসব অর্থ জেলার বিভিন্ন মসজিদ, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণ কাজে ব্যয় করা হয়। পাশাপাশি, মসজিদটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স গড়ার পরিকল্পনা রয়েছে।
এটিএম/
Leave a reply