Site icon Jamuna Television

পোষা কুকুরের মারামারির জেরে দুই মালিকের ঝগড়া; গোলাগুলি, নিহত ২

পোষা কুকুর নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা! বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দেশটির গণমাধ্যম জানায়, গুলি ছোড়া ওই ব্যক্তির নাম রাজপাল সিং। তিনি একটি ব্যংকের নিরাপত্তা কর্মী। পুলিশ জানায়, কলোনির সরু গলির মধ্যে দিয়ে পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন রাজপাল ও তার প্রতিবেশী বিমল আমচা। এ সময় কুকুর দু’টি মারামারি শুরু করে। একপর্যায়ে দুই মালিকের মধ্যেও শুরু হয় তর্কাতর্কি। ঝগড়া চলাকালে আচমকা বাড়ির ভেতরে দৌড়ে চলে যান রাজপাল। কিছুক্ষণের মধ্যেই দোতলার বারান্দা থেকে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে বিমলকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিমল। এ ঘটনায় আরও প্রাণ হারান তারই শ্যালক রাহুল। আহত হন তার অন্তঃসত্ত্বা স্ত্রী জয়তী ভার্মা। গুরুতর আহত হয়েছেন আরও ৫ পথচারী। এ ঘটনায় রাজপাল তার ছেলে সুধীর এবং শুভম নামের এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

এটিএম/

Exit mobile version