Site icon Jamuna Television

খালেদা জিয়ার নিরাপত্তার চিন্তা করেই আদালত স্থানান্তর: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার নিরাপত্তার চিন্তা করেই আদালত স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কোন প্রতিহিংসার কারণে নয়, অপরাধ করার জন্যই সাজা ভোগ করছেন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি’র সমালোচনা করে বলেন, অসাংবিধানিক দলটির মুখে সংবিধানের কথা মানায় না।

খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত কেন কারাগারে স্থাপন করা হয়েছে তা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে তারা বললো খালেদা জিয়ার নিরাপত্তার অভাব, শারীরিক অসুস্থতা, বেশি নড়তে চড়তে পারছেন না। তার নিরাপত্তা ও অসুস্থতার কথা বিবেচনা করে কোর্ট জেল গেটে বসানো হয়েছে।

গত ১০ বছরে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গ উল্লেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের কারণেই জনগণ আগামীতেও নৌকায় ভোট দেবেন।

Exit mobile version