Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে বাংলাদেশি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

ভারতের পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার ভারতীয়কে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) পশ্চিমবঙ্গের বনগাঁর বাগদা সীমান্ত এলাকায় ঘটে এ ঘটনা।

গ্রেফতারকৃতরা হলেন, সনৎ বৈরাগী, প্রথম মন্ডল, হিরো দাস ও প্রদীপ বিশ্বাস। আটক এই চার যুবকের বিরুদ্ধে আরও দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগও উঠেছে। আটকের পর আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

জানা যায়, কাজের খোঁজে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারত যান ওই তিন কিশোরী। পরে তাদের একটি পোল্ট্রি ফার্মে রাখা হয়। সেখানেই কর্মরত ছিল অভিযুক্ত চার যুবক। ভুক্তভোগী কিশোরীদের সেফ হোমে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version