বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় বিচারকরা খালেদা জিয়াকে সাজা দিয়েছে। একইরকম মামলায় আওয়ামী লীগ নেতাদের শুধু মুক্তিই নয়, মামলাও প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পদযাত্রা শুরুর আগে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যদি কোনো কিছু ঘটে তার দায় এই সরকারকে নিতে হবে। খালেদা জিয়া বের হলে সরকারের মসনদ টিকবে না বলেই আওয়ামী লীগ সরকার তাকে বন্দি করে রেখেছে।
/এমএন
Leave a reply