Site icon Jamuna Television

সর্বজনীন পেনশন: দুই দিনে চাঁদা পরিশোধ করেছেন ২৯৫০

সর্বজনীন পেনশন কর্মসূচিতে প্রথম দুই দিনে ২ হাজার ৯৫০ জন আবেদনের প্রক্রিয়া শেষ করে চাঁদা পরিশোধ করেছেন। প্রথম দিনেই চাঁদা পরিশোধ করেছিলেন এক হাজার ৭০০ জন।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেন। নিবন্ধন ও চাঁদা পরিশোধের পুরো প্রক্রিয়া অনলাইনে দিন-রাত ২৪ ঘণ্টাই করা যাচ্ছে।

পেনশন কর্মসূচিতে যে সাড়া পাওয়া গেছে, সেটি উত্সাহব্যঞ্জক বলে মনে করছে কর্তৃপক্ষ। সংস্থার সদস্য গোলাম মোস্তফা জানান, প্রগতি কর্মসূচিতে আবেদনের সংখ্যা আনুপাতিক হারে বেশি। প্রায় ১০ কোটি মানুষকে সর্বজনীন পেনশনব্যবস্থায় আনতে চায় সরকার। পেনশনব্যবস্থায় এখন চারটি আলাদা স্কিম রয়েছে। সেগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা।

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে চাইলে www.upension.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। পেনশন কর্তৃপক্ষ বলেছে, ভুল তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল হবে। আর জমাকৃত অর্থ ফেরতযোগ্য হবে না। অনলাইনের পাশাপাশি সোনালী ব্যাংকের যেকোনো শাখায়ও অন্তর্ভূক্তির জন্য আবেদন করা যাবে।

/এমএন

Exit mobile version