Site icon Jamuna Television

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি গ্রেফতার

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ভাইস প্রেসিডেন্ট।

শনিবার (১৯ আগস্ট) ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছে পিটিআই। খবর ডনের।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচন বিলম্বের বিষয়টি নিয়ে শাহ মাহমুদ কুরেশি সুপ্রিম কোর্টে যাবেন বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়ার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমর আইয়ুব বলেছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার পর বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই কুরেশিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এর আগে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এরপরই তাকে লাহোরের অভিজাত এলাকা জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে।

/এমএন

Exit mobile version