Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হোসেন বাবু নামে একজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। গতরাতে উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, মাদক কেনাবেচার খবরে নয়াদিয়াড়ী এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পাল্টা জবাব দেয় র‍্যাবও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বাবু। তার নামে মাদকের ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

Exit mobile version