আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার জনগণের কথা ভাবেনি। বিএনপির সময় তথ্য প্রযুক্তি খাতে কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ আগস্ট) গণভবন থেকে ভার্চুয়ালি তিনটি প্রকল্পের উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি।
বিটিআরসির নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর উদ্বোধন করেন তথ্য কমিশন ভবন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। একই সঙ্গে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন শেখ হাসিনা।
টেলিযোগাযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আর নিজ সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার সময় মোবাইল ধরলেই ১০ টাকা খরচ হতো, এ কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় এসে কল রেট কমিয়ে এনেছে। বর্তমান সরকার টেলি ডেনসিটি ১০৪ শতাংশে উন্নীত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য চাওয়া ও পাওয়া মানুষের অধিকার; আমাদের কোনো রাখঢাক নেই, জনকল্যাণে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি। ২০৪১ এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্য সামনে নিয়ে সকল ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলছি। আগামীতে প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছি।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধকতা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বারবার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
/এম ই

