Site icon Jamuna Television

মেয়ের স্কুলশিক্ষকের আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন বাবা

রাগের মাথায় কত কিছুই না করে বসে মানুষ। এবার মেয়ের স্কুলশিক্ষকের হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন এক বাবা। অভিযোগ, তার মেয়েকে দিয়ে সেই শিক্ষক স্কুলের আঙিনা পরিষ্কার করিয়েছেন এবং মারধর করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে। এ ঘটনার পর শনিবার (১৯ আগস্ট) ৪৫ বছর বয়সী অভিযুক্ত বাবা জগন্নাথ সাহুকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

সাহুর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে দিয়ে জোর করে স্কুলের আঙিনা পরিষ্কার করতে বাধ্য করা হয়েছে। তার মেয়ে তা না করতে চাইলে মারধরও করা হয়েছে। মেয়েটি বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনা জানালে, বাবা সাহু দ্রুত স্কুলে গিয়ে সেই শিক্ষকের মুখোমুখি হন। সেখানে দুইজনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। এরপর সেই শিক্ষার্থীর শিক্ষকের অনামিকা আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেন।

পুলিশ জানিয়েছে, সাহুর এমন কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণস্বরূপ ছেঁড়া আঙুলের বেশ কিছু টুকরো আদালতে পেশ করা হয়েছে। তবে মেয়েটির পরিবার এ ঘটনার পর সেই শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেছে মেয়েটির পরিবার।

এটিএম/

Exit mobile version