Site icon Jamuna Television

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের ‘এশিয়া’জ ওম্যান লিডার’ সম্মাননা পেলেন তাসনুভা আহমেদ টিনা

মাইন্ডশেয়ার বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনাকে সম্মানজনক ‘এশিয়া’জ ওম্যান লিডার’ পুরস্কারে ভূষিত করেছে ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এই জমজমাট অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয় প্যান প্যাসিফিক সিঙ্গাপুরে।

ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস মূলত বিভিন্ন অঞ্চলের ব্যতিক্রমী নারী নেত্রী ও অগ্রদূতদেরকে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি প্রদান করে। ১৪ বছর ধরে চলে আসা এই সম্মাননার আয়োজনটি সফলতার সাথে এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা দৃঢ়ভাবে লিঙ্গ ভারসাম্যে বিশ্বাস রাখা, সত্যিকারের পরিবর্তন আনা নেতৃত্ব সৃষ্টিকারী এবং অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক বিশ্ব তৈরির লক্ষ্যে কাজ করা উল্লেখযোগ্য সংস্থা ও ব্যক্তিদেরকে বিশ্বের সামনে তুলে আনে।

ক্যারিয়ারের পুরোটা জুড়েই তাসনুভা আহমেদ টিনা’র দুর্দান্ত যাত্রা তার দৃঢ় ইচ্ছাশক্তি, অদম্য নিষ্ঠা আর অতুলনীয় নেতৃত্বের প্রতিফলন। বিভিন্ন প্রতিষ্ঠানে নানান ভূমিকায় তার গতিশীল কর্মজীবন বাংলাদেশের মিডিয়া ও কম্যুনিকেশন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ছাপ রেখে এসেছে। ব্যবসায় প্রবৃদ্ধি, ধারাবাহিক ইনোভেশন এবং অগ্রসর ডিজিটাল স্ট্র্যাটেজি’র মতো ক্ষেত্রগুলোতে তার ব্যতিক্রমী দক্ষতার গুণেই এটি সম্ভব হয়েছে। তাকে মিডিয়া এজেন্সি’র ব্যবসায়ের জটিল সব সমীকরণ আয়ত্তে আনবার মতো সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়েছে কান্তার বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড এবং এমইসি বাংলাদেশ-এর মতো স্বনামধন্য সংস্থাগুলোতে তার বিভিন্ন স্তরের কাজের অভিজ্ঞতা।

এটিএম/

Exit mobile version