Site icon Jamuna Television

হিলিতে ট্রেনে কাটা পড়ে রেল স্টেশনের বুকিং সহকারীর মৃত্যু

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলির ডাঙ্গাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে হিলি রেল স্টেশনের বুকিং সহকারী নয়ন বাবু নিহত হয়েছে। রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস টেনে কাটা পড়ে তিনি নিহত হন।

তার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার গবিন্দপুর গ্রামে।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ন হিলি রেল স্টেশনে বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি হিলি রেল স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে নিজ বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হন। সকাল সাড়ে ১১টার দিকে একাকি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া।

এটিএম/

Exit mobile version