Site icon Jamuna Television

জমকালো রাতে আল হিলালের নেইমারের মুখে ‘নতুন চ্যালেঞ্জ’

ছবি: সংগৃহীত

জমকালো অনুষ্ঠানে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বরণ করে নিয়েছে তার নতুন ক্লাব আল হিলাল। কিং ফাহাদ স্টেডিয়ামে আড়ম্বরপূর্ণ এই আয়োজনে নেইমার বলেছেন, নতুন চ্যালেঞ্জ নিতে পেরে তিনি বেশ আনন্দিত। মার্কার খবর।

শনিবার (১৯ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল নেইমারের সাথে আল হিলালের আরও দুই নতুন খেলোয়াড়, বোনো এবং ম্যালকমকে বরণ করে নিতে। অনুষ্ঠানের শুরুতে লেজার লাইটের মাধ্যমে অন্ধকার আকাশে নেইমারের মুখের আকৃতি তৈরি করা হয়। এরপর মাঠে প্রবেশ করেন নেইমার। তাকে স্বাগত জানানো হয় মনোমুগ্ধকর আতশবাজিতে। এরপর আকাশে লেখা ভেসে ওঠে, নেইমার ইজ ব্লু।

নতুন সমর্থকরা দাঁড়িয়ে নেইমারকে করতালির মাধ্যমে বরণ করে নেয়। তাদের প্রতি আশাবাদের কথা শোনান পিএসজি থেকে আল হিলালে আসা এই তারকা। বলেন, ইতিহাস রচনা এবং অনেক ট্রফি জয় করতে এদেশের সর্ববৃহৎ ক্লাবে এসেছি। এখানে নিজেকে প্রকাশ করতে এসেছি; এসেছি সুখী হতে। যতদূর পারি, এই ক্লাবের জন্য সবকিছু করবো।

আরও পড়ুন: এর নামই কি ‘গোট এফেক্ট’?

/এম ই

Exit mobile version