Site icon Jamuna Television

স্পেনে ভয়াবহ দাবানল: নিয়ন্ত্রণে আসছে না ক্যানারি দ্বীপের আগুন

ক্রমেই বেড়ে চলেছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দাবানল। এর জেরে তেনেরিফে দ্বীপ থেকে শনিবার ২৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে প্রশাসন। খবর রয়টার্সের।

ক্যানরির জরুরি বিভাগ জানায়, গত বুধবার (১৬ আগস্ট) শনাক্ত হওয়া দাবানল শুষ্ক আবহাওয়া ও বাতাসের জেরে একদিনের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল শনিবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অন্তত ১১টি শহরে ছড়িয়েছে দাবানল। এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৫০ কিলোমিটার এলাকা বনভূমি।

ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে বৈরী আবহাওয়া ও ঘন ধোঁয়ার কারণে হেলিকপ্টার থেকে পানি ফেলেও আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। সামনের দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

/এমএন

Exit mobile version