Site icon Jamuna Television

পাকিস্তানে স্থলমাইন বিস্ফোরণে প্রাণহানি ১৩

পাকিস্তানের ওয়াজিরিস্তানে স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারালেন ১৩ খনি শ্রমিক। শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতের এই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রাদেশিক পুলিশ কর্মকর্তা। তিনি জানান, পাক-আফগান সীমান্তবর্তী এলাকা পেরুনোর সময় শ্রমিকদের বহনকারী ভ্যানটি পড়ে দুর্ঘটনায়। চাকার নিচে চাপা পড়ে বিস্ফোরিত হয় ল্যান্ডমাইন। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা সংকটাপন্ন।

প্রাথমিক তদন্তে একে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়েছে প্রশাসন। তাদের ইঙ্গিত, প্রতিবেশী দেশ থেকে চালানো হয়েছে এই হামলা। নিরাপত্তার খাতিরে, মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন রেখেছিলো পুলিশ বিভাগ। চলতি মাসেই, এই অঞ্চলে দু’দফা স্থলমাইন বিস্ফোরণে প্রাণ যায় ৮ জনের।

এটিএম/

Exit mobile version