Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মাথাচাড়া দিচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের পক্ষের প্রজন্মের মধ্যে যেমন জাগরণ সৃষ্টি হয়েছে, তেমনি বিপক্ষের শক্তিও মাথাচাড়া দিয়ে উঠছে; এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২০ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপেক্ষর শক্তি অতীতের মতো একই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। রাষ্ট্রকে পঙ্গু বানানোর ষড়যন্ত্র করছে।

এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।

/এমএন

Exit mobile version