Site icon Jamuna Television

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত কোনো ফেসবুক গ্রুপ নেই

নিয়োগের বিষয়ে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত কোনো ফেসবুক গ্রুপ বা ইউজার নেই।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ বা ইউজার নেই। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। আলোচ্য প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুফের সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়।

/এএম

Exit mobile version