Site icon Jamuna Television

রংপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, ভস্মীভূত ঘর

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জে অগ্নিকাণ্ডে এক শিশু পুড়ে মারা গেছে। ভস্মীভূত হয়েছে তিনটি ঘর। রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার লোহানী পাড়া কাঁচাবাড়ি নয়াপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান ডলু শাহ জানান, ৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়িতে বিকেলে আগুন লাগে। মুহুর্তেই তা ছড়িয়ে যায় তিনটি ঘরে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসতে পারলেও ৪ বছরের সিনহা ঘর থেকে বের হতে পারেনি। কিছু বুঝে উঠার আগেই ৩টি ঘর এবং আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার তৎপরতা চালায়।

বদরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি ঘরের সব মালামাল পুড়ে গেছে বলেও জানায় কর্তৃপক্ষ।

/এএম

Exit mobile version