Site icon Jamuna Television

‘হিলারি’র তাণ্ডবে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রে মৌসুমী ঝড় ‘হিলারি’র তাণ্ডবে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া রাজ্য। রোববার (২০ আগস্ট) স্রোতে গাড়ি ডুবে যাওয়ায় প্রাণ হারান এক ব্যক্তি। উদ্ধার করা হয় তার স্ত্রী ও সন্তানদের। খবর রয়টার্সের।

প্রতিবেশী মেক্সিকোর দিকে ঘূর্ণিঝড়টি সরে গেছে। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৯ কিলোমিটার। যার প্রভাবে হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। আকস্মিক বন্যায় ডুবে গেছে কয়েকটি লোকালয়। জানা গেছে ভূমিধসের খবরও।

৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী মৌসুমী ঝড়টি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দু’দেশের জন্যেই প্রাণঘাতী হতে পারে, এমন সতর্কতা জারি করা হয়েছিল। উদ্ধার অভিযান পরিচালনার জন্য ১৮ হাজার সেনা সদস্য মোতায়েন রেখেছে মেক্সিকো।

এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই কোটি ৬০ লাখ বাসিন্দা রয়েছেন ঝড়ের গতিপথে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হবে হিলারি।

এটিএম/

Exit mobile version