Site icon Jamuna Television

প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই পাকিস্তানে পাস হলো দুটি আইন

পাকিস্তানে প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই পাস হলো দুটি আইন। রোববার (২০ আগস্ট) মাইক্রোব্লগিং সাইট এক্সে বিষয়টি স্পষ্ট করেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। খবর রয়টার্সের।

কয়েক সপ্তাহ আগেই বিলগুলো পার্লামেন্টের উভয়কক্ষে পাস হয়। আইনে পরিণত করতে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। আরিফ আলভি জানান, অফিসিয়াল সিক্রেটস অ্যামান্ডমেন্ট বিল এবং পাকিস্তান সেনা সংস্কার বিলে তিনি সই করেননি। বরং সেগুলো পুনরায় পার্লামেন্টে তোলার নির্দেশ দেন। কিন্তু তার সেই নির্দেশনা অমান্য করেছেন কর্মকর্তারা।

এ বিষয়ে নিশ্চুপ প্রেসিডেন্ট দফতর। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয় সরকারি গেজেট। যাতে বলা হয়, ১১ ও ১৭ আগস্ট বিলগুলোর প্রতি সম্মতি জানিয়েছেন আলভি। অবশ্য, এই দাবির প্রেক্ষিতে কোন তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পাকিস্তানের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট কোন বিলের ব্যাপারে আপত্তি জানিয়ে সেটি পর্যবেক্ষণে ১০ দিনের মধ্যে ফেরত না পাঠালে, স্বয়ংক্রিয়ভাবে পরিণত হবে আইনে।

এটিএম/

Exit mobile version