Site icon Jamuna Television

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ আটক ১

ছবি: প্রতীকী ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)। আটক ব্যক্তি বিমানের এয়ারক্রাফট মেকানিক। তবে এখনও তার নাম প্রকাশ করেনি এএপিবিএন।

সোমবার (২১ আগস্ট) এএপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।

আটক বিমানের এয়ারক্রাফটের মেকানিক ও জব্দ করা স্বর্ণের বার নিয়ে বিস্তারিত তথ্য আজ সোমবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এটিএম/

Exit mobile version