Site icon Jamuna Television

চীনা যুদ্ধবিমান ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাড়ালো তাইওয়ান

চীনের যুদ্ধবিমান ও জাহাজের অনুপ্রবেশ ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাড়ালো তাইওয়ান। রোববার (২০ আগস্ট) দেশটি চালায় শক্তিশালী সামরিক মহড়া। খবর রয়টার্সের।

তাইচুং ও হুয়ালিয়েন ঘাঁটি থেকে মহড়া পরিচালিত হচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে চীনের ২৭টি যুদ্ধবিমার লঙ্ঘন করেছে আকাশসীমা। সেগুলোকে তাড়াতে পাল্টা বিমান পাঠানো হয়। শুধু তাই নয় দক্ষিণ চীন সাগরের সীমারেখাও অতিক্রম করে চীনের কয়েকটি যুদ্ধজাহাজ। যা স্পষ্টভাবে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। বিষয়টি ঘিরে দুই প্রতিবেশীর মধ্যে নতুনভাবে ছড়িয়েছে উত্তেজনা।

এটিএম/

Exit mobile version