Site icon Jamuna Television

১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে আটটায় দুর্ঘটনার স্থলে লাইন মেরামতের পর চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, গতকাল রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ভুক্তভোগীরা জানায়, ট্রেনটি ত্রিশালের স্টেশন ছেড়ে কিছুদূর এগোনোর পরই দুর্ঘটনা হয়। এ সময় লাইনচ্যুত হয়ে বগিগুলো প্রায় ৪০০ মিটার পর্যন্ত চলে যায়।

পরে রাত ১২টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইন বেশ ক্ষতিগ্রস্থ হয়। রেল লাইন মেরামত শেষে সকালে স্বাভাবিক হয় চলাচল। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এটিএম/

Exit mobile version